
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মন্দির-মসজিদ ইস্যুকে খুঁচিয়ে তুলে উত্তেজনা ছড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছেন মোহন ভগবত। ঘৃণার বশে অন্যের ধর্মকে আক্রমণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেন আরএসএস প্রধান। ধর্মীয় হিংসার বদলে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। সতর্ক করেছেন উঠতি হিন্দুত্ববাদী নেতাদের।
পুণেতে 'বিশ্বগুরু ভারত' শীর্ষক এক অনুষ্ঠানে গিয়েছিলেন মোহন ভগবত। সেখানে ভারতের বহুত্ববাদী সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরধর্ম সহিষ্ণুতার উদাহরণ দিতে গিয়ে তুলে ধরেন রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস পালনের রীতিকে। জোর দিয়ে বলেন, "কেবল আমরাই এটা করতে পারি কারণ আমরা হিন্দু"।
এরপরই হিন্দুত্ববাদী উঠতি নেতাদের কড়া বার্তা দেন আরএসএস প্রধান। বলেছেন, "আমরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির আবহে বসবাস করছি। আমরা যদি বিশ্বকে এই সম্প্রীতি প্রদান করতে চাই তবে আমাদের এর একটা মডেল তৈরি করতে হবে। রামমন্দির নির্মাণের পর, কিছু লোক মনে করে যে, তারা নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারে। এটি গ্রহণযোগ্য নয়।"
মোহন ভগবতের দাবি, অযোধ্যার রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। দলমত নির্বিশেষে হিন্দুরা চাইছিলেন ওই মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। যেহেতু সেটা সমস্ত হিন্দুদের কাছে বিশ্বাসের বিষয় ছিল, যে কোনও রাজনৈতিক প্রেরণা এড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গেই ভগবত বলেন, প্রতিদিনই নতুন নতুন বিবাদ মাথাচাড়া দিচ্ছে। এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এভাবে চলতে পারে না। ভারতকে দেখাতে হবে যে আমরা একসঙ্গে থাকতে পারি।
রাম মন্দির নির্মাণের পর দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মুসলিম ধর্মস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ এমনকী রাজস্থানের আজমেঢ় শরিফেও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। এভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান নিয়ে টানাটানি যে আরএসএসের বিশেষ পছন্দ নয় সেটা স্পষ্ট করে দিলেন শাহ। দেশকে দুনিয়ার সামনে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে ভারতীয়দের আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন ভগবত।
ভাগবত বলেছেন, "এখন সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। এই ব্যবস্থায় জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, যারা সরকার চালায়। আধিপত্যের দিন চলে গিয়েছে।" তাঁর দাবি, "'সংখ্যালঘু কে? সংখ্যাগুরু কে? সবাই এখানে সমান। এটাই দেশের ঐতিহ্য। সম্প্রীতি রয়েছে।"
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও